ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ

বান্দরবান: পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন মালিকরা নিরাপত্তার কারণে সকাল থেকে বান্দরববান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন।

এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

পরিবহন মালিকরা জানান, কিছুদিন আগে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীরা থানচি সড়কে চলাচলরত বাস মালিকদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে বাস মালিকরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। কিন্তু দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা।

এদিকে হঠাৎ করে হুমকি বেড়ে যাওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে সকাল থেকে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।
বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, নিরাপত্তার কারণে পরিবহন মালিক-শ্রমিকরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে রেখেছে, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।