ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী আটক

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে রহমতুল্লাহ মারি নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজার করিডোরে সীমান্ত  পিলার ৮১২ এর কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক রহমতুল্লাহ মারি উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ১৬-এর ব্লক-সি-১২-এর মৃত সৈয়দ কবিরের মেয়ে।

পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজার করিডরের সীমান্ত পিলার ৮১২ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করার সময় মারিকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেন বিজিবি সদস্যরা। এদিকে ওই নারী অসুস্থ থাকায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।