ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ৫ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
বেগমগঞ্জে ৫ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মো. সুজন (৩৮) নামে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

 

এর আগে তাকে সকালে উপজেলার গনিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।    

গ্রেপ্তারকৃত মো. সুজন উপজেলার গনিপুর গ্রামের আকবর শেঠ সারেংয়ের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুজন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। তিনি ২০০৯ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হন। এরপর কিছুদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে গত ১৪ বছর পলাতক ছিল।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে, আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়:  ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।