ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে ৪ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
রামগতিতে ৪ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে চারটি অবৈধ ইটভাটাকে নয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধনী আইন ২০১৯ এর বিভিন্ন ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়।  

জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।  

অভিযানে রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং মীর মেজবাহীজ্জুলাম নেতৃত্ব দেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের আল-আমিন ট্রেড কর্পোরেশন, চর রমিজ ইউনিয়নের মেসার্স শাওন সোহাগ ব্রিক্স ও মেসার্স জননী ব্রিক্সের মালিকদের দুই লাখ টাকা করে মোট ছয় লাখ এবং চর পোড়াগাছা ইউনিয়নের মেসার্স আনোয়ারা ব্রিক্সের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।  

এসময় এসএসবি নামে একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।  

রামগতি থানা পুলিশ, আনসার সদস্য এবং রামগতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে অংশ নেয়।  

রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।