ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলার ছাদ থেকে পড়ে দুই শ্রমিক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলার ছাদ থেকে পড়ে দুই শ্রমিক নিহত  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন তলার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।  
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ত্রিশাল পৌর শহরের গোহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শ্রমিকরা হলেন- মো. সুমন মিয়া (৩৫) ও নূর মোহাম্মদ (২৮)।  

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মো. চাঁদ মিয়া বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সুমন ও নূর নামে দুই শ্রমিক গোহাটা মোড়ে একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগাতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।  

স্থানীয়রা সুমন ও নুর মোহাম্মদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।   

এ সময় অপর শ্রমিক নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।  

এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।