ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা এমডির জন্মদিনে দারুল উলুম মাদরাসার ৫শ শিক্ষার্থী আপ্যায়িত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
বসুন্ধরা এমডির জন্মদিনে দারুল উলুম মাদরাসার ৫শ শিক্ষার্থী আপ্যায়িত

ঢাকা: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে রাজধানীর দারুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শতাধিকসহ পাঁচ শ’ শিক্ষার্থীর মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে মিরপুর ৬ নম্বর সেকশনের মাদরাসাটিতে এ খাবার পরিবেশন করা হয়।

খাবার বিতরণের আগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোরআন খতম পরিচালনা করেন মাদরাসার হাফেজ আব্দুল আওয়াল। দোয়া পরিচালনা করেন হাফেজ বশিরউল্লাহ।

‍জন্মদিন উপলক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার প্রতিষ্ঠানের উন্নতি চেয়ে দোয়া করা হয়। পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার স্বজনদের জন্যও দোয়া করা হয়।

খাবার বিতরণের সার্বিক তত্ত্বাবধান করেন মাদরাসার প্রধান হিসাবরক্ষক মো. সফিউল আলম।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।