ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মরিয়ম খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) সকালে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম সাতক্ষীরার তালা উপজেলার মনোহরপুর গ্রামের আল-আমিনের স্ত্রী। মরিয়ম সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অফিস করণিক ছিলেন।

মরিয়মের স্বামী আল-আমিন জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বের হন তিনি। গন্তব্য ছিল স্ত্রীর কর্মস্থল। পথে বিনেরপাতা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে (আল আমিন) আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার আগেই মরিয়মের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।