ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন নবনিযুক্ত হুইপরা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন নবনিযুক্ত হুইপরা

ঢাকা: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের নেতৃত্বে নবনিযুক্ত হুইপরা সাক্ষাৎ করেছেন ৷ এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বুধবার(২৪ জানুয়ারি) সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷

নবনিযুক্ত হুইপরা হলেন-ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু , সাইমুম সরওয়ার কমল এবং মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ এবং এ ৫ জন হুইপকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় ৷

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসকে/এমইউএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।