ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ট্রাকে মিলল ২০০ বোতল ফেনসিডিল, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
জলঢাকায় ট্রাকে মিলল ২০০ বোতল ফেনসিডিল, আটক ২

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাক থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার বড়ঘাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটকরা হলেন- পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলায় গড্ডিমারি এলাকার আওলাদ হোসেনের ছেলে কারিমুল ইসলাম (৩২) ও একই এলাকার রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩০)।  

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বড়ঘাট বাজার এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে পাথরের ভেতর থেকে চটের বস্তায় মোড়ানো অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল পেয়ে জব্দ করা হয়। এ সময় ট্রাকে থাকা ওই দুজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।