ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
ভোলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি রেকর্ড

ভোলা: তীব্র শীতে কাঁপছে উপকূলীয় জেলা ভোলা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

এদিকে চলতি মৌসুমে ভোলায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৩/৪ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, এর ফলে শীতের তীব্রতা বাড়ছে।  

ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, এ মুহূর্তে যে তাপমাত্রা আছে (৯.৫ ডিগ্রি) তা ভোলার সর্বনিম্ন। বলা যায় মৃদু শৈত্য প্রবাহ চলছে। যা অব্যাহত থাকবে আরও কিছুদিন।

এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত ভোলার জনজীবন। শীতের কারণে ঘর থেকে বের হতে পারছেন না দিন মজুরেরা। অন্যদিকে ঘন কুয়াশায় চলতি রবি মৌসুমের শস্য বিশেষ করে আলু, টমেটো ও বোরো বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।