ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কবির হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।  

সোমবার (২২ জানুয়ারি) ভোরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি সেতুর দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কবির হোসেন পাবনা জেলার ফরিদপুর থানার পাছপুংগলী গ্রামের আলম ফকিরের ছেলে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ এর সদর কোম্পানি ও র‌্যাব-২, সিপিসি-৩, আগারগাঁও এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজার পরোয়ানাভুক্ত আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।