ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে লরি-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
ঘাটাইলে লরি-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে লরির সঙ্গে সিএনজিচালিত মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুজনের মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম। তার বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলে একটি এনজিওর ম্যানেজার বলে জানা গেছে। তবে নিহত অন্যজন ও আহত পাঁচজনের নাম জানা যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে তেলবাহী একটি লরি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঘাটাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।