ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
নারায়ণগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে হত্যা মামলার এক হাজতির মৃত্যুর হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে কালা চান নামে ওই আসামি মারা যান।

মারা যাওয়া আসামি কালা চান ফতুল্লা থানার ২০০৬ সালে একটি হত্যা মামলার আসামি ও আজমত উল্লাহের ছেলে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, ২০০৬ সালে ফতুল্লা থানায় একটি হত্যা মামলার আসামি কালা চান ২০২২ সাল থেকে কারাগারে ছিলেন। বিচারাধীন মামলার আসামি কালা চান শনিবার দুপুর ১টায় বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ১টা ৭ মিনিটে তাকে হাসপাতালে পাঠাই আমরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১টা ৪০ মিনিটে মারা যান।  

তিনি আরও জানান, মৃত্যুর কারণ চিকিৎসকরা বলেছেন হার্টে সাডেন কার্ডিয়াক এ্যাটাক।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।