ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের মৃত্যু 

মেহেরপুর:  মেহেরপুরে দ্রুত গতির ট্রাক্টরের ধাক্কায় আহত মো. কালু মিয়া (৫৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

পারবারিক সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর শহরের মেটারনিটি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কালু মিয়া সদর উপজেলার গোভীপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কালু মিয়া রিকশা চালিয়ে কোটের দিকে যাচ্ছিলেন। অপরদিকে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ট্রাক্টর চালিয়ে আসছিলেন রায়হান আলী। পরে মেটারনিটি হাসপাতালের সামনে পৌঁছলে রিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে চালক কালু মিয়া আহত হন।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ট্রাক্টরের চালক রায়হানকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।