ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাকাতির প্রস্তুতি, সর্দারসহ গ্রেপ্তার ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
ডাকাতির প্রস্তুতি, সর্দারসহ গ্রেপ্তার ১১

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতকালে দুর্ধর্ষ একটি ডাকাত দলের সর্দারসহ ১১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৩ এর লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি আরও জানান, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।