ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রামগড়ে ভারতীয় ফেনসিডিল-মদ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
রামগড়ে ভারতীয় ফেনসিডিল-মদ জব্দ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ের বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ৪৯৮ বোতল ফেনসিডিল ও ১৯২ বোতল মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিফ্রিং করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এর আগে এদিন ভোরে রামগড় পৌরসভাস্থ মন্দিরঘাট নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

রামগড় ৪৩ বিজিবির কর্মকর্তারা জানান, জব্দকৃত ভারতীয় ফেনসিডিল ও মদ রামগড় থানায় জিডি করে পরবর্তীতে চট্টগ্রাম কাস্টমস অফিসে পাঠানো হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।