ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মানুষের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মানুষের ঢল

খুলনা: স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাতে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে।  

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণিপেশার মানুষ।

আনুষ্ঠানিকভাবে বিভাগীয় প্রশাসন খুলনা , জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

এসব দল ও সংগঠনের মধ্যে ছিলো- মুক্তিযোদ্ধা কমান্ড , জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ (জেলা ও মহানগর), খুলনা সিটি করপোরেশন, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ আরও অনেক।

এছাড়া সাধারণ মানুষও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এমআরএম /এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।