ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের কৌশিক কুমার দাশ গুপ্তের মা আর নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
বাংলানিউজের কৌশিক কুমার দাশ গুপ্তের মা আর নেই  মিনা দাশ গুপ্তা

বান্দরবান: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক কুমার দাশ গুপ্তের মা মিনা দাশ গুপ্তা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

মিনা দাশ গুপ্তা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

কৌশিক কুমার দাশ গুপ্তের মা মিনা দাশ গুপ্তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

এছাড়া এই প্রবীণ ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছে বান্দরবান জেলার বিভিন্ন মহল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।