ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলাকারী সবাইকে আইনের আওতায় আনার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলাকারী সবাইকে আইনের আওতায় আনার নির্দেশ

ঢাকা: মতিঝিলের এনটিসিবির সামনে পাহাড়ি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে হামলাকারী সবাইকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সরকার এই হামলা তদন্তের নির্দেশ দিয়েছে এবং এই ঘটনায় ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে এবং শিগগিরিই তাদের গ্রেপ্তার করা হবে। সকল দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই।  

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সবাইকে সতর্ক করে আরও বলা হয়, সম্প্রীতি, শান্তি এবং আইনশৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে বৈষম্য ছাড়াই কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

এর আগে গতকাল বুধবার (১৫ জানুয়ারি) পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’। তাদের ওপর হামলা চালায় ওই চিত্রকর্ম বাদ দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া অন্যপক্ষ ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ সংগঠনের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১টার দিকে মতিঝিলে এই হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

আগের নিউজ লিংক>> মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৯

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমইউএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।