ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আদালতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
খুলনায় আদালতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ প্রতীকী ছবি

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জাহিদুল হক নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে আদালতের স্টেনো মোল্লা সরোয়ার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলাটি করেছেন।

খুলনা জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, এজলাস কক্ষের জানালার একটি গ্লাস আগে থেকেই ভাঙা ছিল। বুধবার ভোরে সেই ফাঁকা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে মশাল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেন। নাশকতার উদ্দেশে আদালতের কার্যক্রম বিঘ্নিত করতে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়। আগুনে আদালতের এজলাস কক্ষে আসামিদের কাঠগড়ার একাংশ, লাল সালু এবং বসার দুইটি বেঞ্চ পুড়ে যায়।

পাইকগাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। এ মামলায় উপজেলার গদাইপুর থেকে জাহিদুল হক নামে সন্দেহজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এমআরএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।