ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাঠ-চাল-ইটের গুঁড়া মিশিয়ে মশলা তৈরি, কারখানা সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
কাঠ-চাল-ইটের গুঁড়া মিশিয়ে মশলা তৈরি, কারখানা সিলগালা

সিরাজগঞ্জ: চাল, কাঠ ও ইটের গুঁড়া দিয়ে মশলা তৈরি করার অপরাধে সিরাজগঞ্জে রায় মশলা নামে একটি কারখানাকে সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও ওই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল শহীদগঞ্জ মহল্লায় এ অভিযান চালানো হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানান, সকাল থেকে কাঠেরপুল ও বাহিরগোলা বাজারে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শহীদগঞ্জ এলাকায় রায় মশলা কারখানায় কাঠের গুঁড়া, চালের কুড়া ও ইটের গুঁড়া মিশ্রিত বিভিন্ন গুঁড়া মশলা তৈরি করতে দেখা যায়। এ সময় ওই কারখানাটি তাৎক্ষণিক সিলগালা করা হয় এবং এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।