ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট: মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ফিনিক্স কোরাল।  

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাহাজটি বন্দরের  ৮ নম্বর জেটিতে ভিড়েছে।

এর আগে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে ১৯৪ দশমিক ৫১০ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি রয়েছে।

এমভি ফিনিক্স কোরাল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, রাতেই জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে। এর পরপরই ঢাকায় পাঠানো হবে।

মেট্রোরেলের প্রথম চালান মোংলা বন্দরে আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিল ছয়টি কোচ। সরকারের ওই মেগা প্রকল্প
মেট্রোরেলের সব মাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়েছে। এবারে আমদানি করা এসব মালামাল ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক আমদানি করা যন্ত্রাংশ মাত্র।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।