ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
মাধবপুরে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল
  

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়লেও অন্য কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।


 
সোমবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় ঢাকা-সিলেট রেল সড়কের মাধবপুরের মনতলা আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ।
 
তিনি জানান, পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পরপরই সিলেট থেকে ঢাকাগামী কালনী মনতলা স্টেশনে আসে। পরে কালনীর ইঞ্জিন দিয়ে বিকল হওয়া ট্রেনটি টেনে স্টেশনে আনা হয়।
 
এতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। তবে এ রুটে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। তবে পারাবত ট্রেনে হাজারের বেশি যাত্রী দুর্ভোগে রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।