ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতাসহ আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতাসহ আহত ২

খুলনা: খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব মোল্যা (২৭) ও তার চাচি নাজমা বেগমকে (৫০) কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাকিব পশ্চিম কাটেংগা এলাকার আলম মোল্যার ছেলে।

এলাকাবাসী জানান, শত্রুতার জেরে হঠাৎ দুর্বৃত্তরা রাকিব মোল্যার ওপর হামলা চালায়। হামলাকারীরা রাকিবকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তার চাচি নাজমা বেগম ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) এস এম আলম কবির বলেন, যুবলীগ নেতার ওপর হামলা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা,  ডিসেম্বর ০২,  ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।