ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার

খাগড়াছড়ি: তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. রইস উদ্দিনকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জেলা শহরের শালবন এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রইস উদ্দিন ওই এলাকায় ভাড়া থাকতেন।

জানা যায়, সোমবার (২৭ নভেম্বর) শহরের শালবন এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে রইস উদ্দিন নিজের ভাড়া বাসায় তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।