ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

নীলফামারী: অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে লাভলু ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে 
৫০ হাজার জরিমানা করা হয়েছে।  

সোমবার (২০ নভেম্বর) সকালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার।

ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, নাউতারা নদী থেকে হামিদুর রহমানের পুত্র লাভলু ইসলাম সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়। এসময় সহযোগিতায় করে থানা পুলিশ।  

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।