ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু 

ফরিদপুর: ফরিদপুরের অম্বিকাপুর রেল স্টেশন প্লাটফর্ম সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় আহম্মদ শেখ (৮০) নামে শ্রবণ প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজবাড়ি এক্সপ্রেস ট্রেন ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ আহম্মদ শেখ স্টেশন সংলগ্ন অম্বিকাপুর বাজারের একটি দোকানে রাত্রি যাপন ও দিনে ভিক্ষা করতেন।

রেল বস্তির পাশেই থাকেন আহম্মদের মামাতো ভাই লাল মিয়া। তিনি বলেন, আহম্মদ শেখ দীর্ঘদিন ধরে আমার এখানে থাকতেন। তার স্ত্রী ও এক ছেলে থাকলেও কেউ তার খোঁজ নেয় না। তারা বাড়ি থেকে তারিয়ে দিলে আমার এখানে থেকে রিকশা চালাতেন। বয়সের ভারে এখন কানে শুনতে পায় না দেখে ভিক্ষা করে খায়। আমার ঘরের কাজ করছি বিধায় কিছুদিন ধরে বাজারের একটি দোকানের বারান্দায় থাকতেন তিনি।  

তিনি আরও বলেন, সকালে প্লাটফর্মের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে ছিলেন। এ সময় ট্রেন আসলে শব্দ শুনতে না পেয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী স্টেশন মাস্টার রত্না বৌদ্ধ বলেন, নিহতের ঘটনায় রাজবাড়ি রেল পুলিশকে অবগত করা হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।