ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
গাজীপুরে ট্রাকে আগুন  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) রাতে ভোগড়া-উলুখোলা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানান, আনোয়ার সিমেন্টের মালিকানাধীন একটি ট্রাক কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে ট্রাকটি পূবাইল এলাকায় ভোগড়া-উলুখোলা বাইপাস সড়কে পৌঁছায়। এ সময় ৮-১০ জন লোক ওই ট্রাকে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে চালক ও স্থানীয়রা ট্রাকের আগুন নেভায়।  

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।