ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, বিলম্বে চলছে চট্টগ্রাম-সিলেটের ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, বিলম্বে চলছে চট্টগ্রাম-সিলেটের ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে বিকল্প উপায়ে চলছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের রেল চলাচল।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

এদিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্যরা কাজ শুরু করেছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত ৪০০ মিটার রেললাইন খুলেছে। মেরামতের পর রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত কন্টেইনার ট্রেন উদ্ধার করবে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, সকাল থেকে উপকূল এক্সপ্রেস, মহানগর প্রভাতী, কালনী এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে গিয়েছে।  

রেলওয়ের আখাউড়া সেশনের প্রকৌশলী মেহেদী হাসান তারেক জানান, রেললাইনের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতের কাজ চলছে। দুপুর দুইটার মধ্যে ট্রেনের লাইন চলাচলের উপযোগী করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।