ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আন্দোলনের নামে নৈরাজ্য হলে কঠোর অবস্থান নেবে পুলিশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আন্দোলনের নামে নৈরাজ্য হলে কঠোর অবস্থান নেবে পুলিশ 

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সরকার ও নির্বাচন বিরোধী আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে পুলিশ কঠোর অবস্থান নেবে। আর নিয়মতান্ত্রিক হলে সুন্দর হওয়ার জন্য সব ধরনের নিরাপত্তা দেবে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে এ কথা বলেন তিনি।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে ডিএমপি।

কমিশনার বলেন, তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য আমি এসেছিলাম। সবার সঙ্গে কথা বললাম।  

প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, তফসিল ঘিরে নির্বাচন কমিশন এবং নগরবাসীর নিরাপত্তার জন্য যে সমস্ত কাজকর্ম পুলিশের পক্ষে থেকে করা দরকার- যেমন, নিরাপত্তা তল্লাশি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা।

অবরোধের মধ্যে তফসিল হচ্ছে, বিরোধী দলগুলো বলছে আরো বেশি কঠোর আন্দোলনে যাতে, সে হিসেবে আপনাদের প্রস্তুতি কী- আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, পুলিশ সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, সেজন্য পুলিশ নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, কোনো শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছু আমরা করবো।

দুপুর সোয়া একটার দিকে নির্বাচন ভবনে এসে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সোয়া দুইটার দিকে বেরিয়ে যান হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।