ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে হোটেলের বাথরুমে মিলল এক ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
সিলেটে হোটেলের বাথরুমে মিলল এক ব্যক্তির মরদেহ

সিলেট: সিলেট নগরের বন্দরবাজারের একটি হোটেলের বাথরুম থেকে জইন উদ্দিন খান (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজারের লালবাজার এলাকার বনগাও হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জইন উদ্দিন হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রুমের ভেতর কোনো সাড়া-শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর রুমের দরজা ভেঙে বাথরুমের ভেতরে জইন উদ্দিনের দেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জইনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।