ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অভিনব কায়দায় বিদেশি সিগারেট যাচ্ছিল চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
অভিনব কায়দায় বিদেশি সিগারেট যাচ্ছিল চট্টগ্রামে

খাগড়াছড়ি: মানিকছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। অভিনব পন্থায় ভারতীয় সীমান্ত দিয়ে সিগারেটগুলো এনে চট্টগ্রাম পাঠানো হচ্ছিল।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে মানিকছড়ির গাড়িটানা নামক এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়; সঙ্গে গ্রেপ্তার হন দুজন।

জানা গেছে, ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে সিগারেটগুলো দেশের অভ্যন্তরে আনা হয়। একটি পিকআপে করে সিগারেটগুলো বিক্রি করার জন্য চট্টগ্রাম পাঠানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মানিকছড়ির গাড়িটানা চেকপোস্টে পিকআপটি আটক করে তল্লাশি চালায় পুলিশ।

পিকআপটি থেকে সাতটি প্লাস্টিকের ড্রামে থাকা ১৪১৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করে পুলিশ। এসব তামাকজাতীয় পণ্যের বাজার মূল্য ২১ লাখ টাকা।

এসময় গ্রেপ্তাররা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি এলাকার ইকবাল হোসেন (২৬) ও জেলার গঞ্জপাড়া এলাকার আব্দুল শুক্কুর (২৮)।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম এসব তথ্য জানিয়ে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।