ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে কনস্টেবলের মিসফায়ারে সহকর্মী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
আড়াইহাজারে কনস্টেবলের মিসফায়ারে সহকর্মী আহত

ঢাকা: নারায়ণগঞ্জ আড়াইহাজার থানায় পুলিশের এক কনস্টেবলের শটগানের মিসফায়ারে আরেক কনস্টেবল আহত হয়েছেন। আহত কনস্টেবলের নাম টিপু সুলতান (৫০)।

তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত কনস্টেবল টিপু সুলতান ও কনস্টেবল বাবুল জানান, তারা দুজনেই আড়াইহাজার থানায় কর্মরত। সকালে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। থানার ভেতরেই বাবুল তার নিজের শটগান পরিষ্কার করার সময় সেখান থেকে মিসফায়ার হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের শরীরের কয়েক জায়গায় গুলি লাগে। পরে আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজারের স্থানীয় হাসপাতালে নেওয়া যাওয়া হয়। তবে সেখান থেকে বেলা ১১টার দিকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, টিপু সুলতানের অবস্থা গুরুতর নয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এজেডএস/এমএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।