ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদে দায় পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনাসহ বিভিন্ন জায়গায় বাস পোড়ানো হয়েছে, ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ করা হয়েছে। ১১৩ জন পুলিশ সদস্যকে আহত করা হয়েছে, তাদের মধ্যে এখনো অনেকের জীবন সংকটাপন্ন। কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি, আরেকজনের জীবন সংকটাপন্ন। আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন, একটি আনুষ্ঠানিক সমাবেশের ভেতর থেকে এই কাজগুলো করা হয়েছে।

সেখানে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এসব বিবেচনায় আমরা অনেককেই খুঁজচ্ছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত কার্যক্রম শেষ হলে প্রমাণের ভিত্তিতে আমরা আরও গ্রেপ্তার করব, যোগ করেন ডিএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।