ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার শঙ্কা, ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
নাশকতার শঙ্কা, ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ: নাশকতার শঙ্কা থাকলেও স্বাভাবিক রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে নাশকতার একটি শঙ্কার কথা জেলা পুলিশ জানালেও পুলিশের নিরাপত্তা ও নজরদারিতে স্বাভাবিকভাবেই চলছে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন।

নারায়ণগঞ্জ চাষাঢ়া স্টেশনমাস্টার খাজা জানান, ট্রেনের লাইনে বিস্ফোরকের কোনো তথ্য হয়তো পুলিশকে কেউ দিয়েছিল। পরে পুলিশ সেটি যাচাইবাছাই করেছে এবং নিরাপত্তা বাড়িয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে, বন্ধ হয়নি।

এর আগে সকালে জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা খবর পেয়েছি ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন লাইনের ওপরে বিস্ফোরক রয়েছে। আমরা সেটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের ফতুল্লা ও সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে এখনও ঘটনার সত্যতা পাইনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।