ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে প্রায় যানবাহন শূন্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে প্রায় যানবাহন শূন্য

মাদারীপুর: শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সীমিত পরিসরে যানবাহন চলতে দেখা গেছে। বেশ কিছু সময় পর পর দুই/একটি বাস দেখা গেলেও তাতে প্রায় যাত্রী শূন্য রয়েছে।

 

এ ছাড়া ব্যক্তিগত যানবাহনের মধ্যে প্রাইভেটকার, মাইক্রোবাস চলতে দেখা যাচ্ছে মাঝে মধ্যে। সব মিলিয়ে শনিবার সকাল থেকেই এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন প্রায় যানবাহন শূন্য।

মাদারীপুর জেলার শিবচরের ভাঙ্গা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দেখা গেছে এই চিত্র। মহাসড়কে সাধারণ যাত্রীদের তেমন একটা দেখা না গেলেও জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়া যাত্রীরা পরিবহন না থাকায় বিপাকে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির মহাসমাবেশকে ঘিরে শনিবার ভোর থেকেই এক্সপ্রেসওয়ে অনেকটাই পরিবহন শূন্য রয়েছে। দীর্ঘ সময় পর পর দূরপাল্লার বাসের দেখা মিললেও তাতে তেমন যাত্রী নেই। তাছাড়া ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত চলাচলকারী সাধারণ বাসও খুব একটা চলতে দেখা যাচ্ছে না।

সাধারণ যাত্রীরা বলেন, সকাল থেকেই ঢাকা যেতে বিপাকে পরতে হচ্ছে। স্ট্যান্ডে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না। অনেকে বাড়ি ফিরে গেছেন।

এদিকে শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকেও কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে দেখা যায়নি। বাস না ছাড়ায় সকালে ঢাকার উদ্দেশে আসা যাত্রীরা অনেকেই ফিরে গেছেন। বাসস্ট্যান্ড এখন যাত্রী শুন্য রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ভাঙ্গা, শিবচর, শেখপুরসহ স্থানীয় বিভিন্ন স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে লোকাল পরিবহন ছেড়ে যেতে দেখা যায়নি। তবে আওয়ামী লীগের শান্তি সমাবেশের ব্যানার লাগানো কিছু বাস ঢাকামুখী যেতে দেখা গেছে।  

পাঁচ্চর বাসস্ট্যান্ডে ঢাকাগামী পরিবহনের একাধিক চালক-শ্রমিক জানিয়েছেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে বাস বন্ধ রেখেছেন তারা। তা ছাড়া সকাল থেকেই যাত্রী শূন্য রয়েছে বাসস্ট্যান্ড।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, হাইওয়ে পুলিশের স্বাভাবিক দায়িত্ব চলমান রয়েছে। তবে সকাল থেকেই যানবাহন চলাচল কম দেখা গেছে মহাসড়কে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।