ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে নিথর হলেন বিদ্যুৎমিস্ত্রি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
ওয়ারীতে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে নিথর হলেন বিদ্যুৎমিস্ত্রি  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ওয়ারী যুগীনগর এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াজকুরুনী খান (২৩) নামে এক বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫অক্টোবর) দুপুড় দেড়টার দিকে ওয়ারী যুগীনগর মসজিদের পাশে ঘটনাটি ঘটে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই আব্দুল জানান, ওয়ারীর ওই নির্মাণাধীন ভবনে তার ছোট ভাই বিদ্যুৎমিস্ত্রির কাজ করতো। সে নিজে ওই ভবনের ঠিকাদারি করে। দুপুরে ভবনের দুই তলায় গ্যান্ডিং মেশিন দিয়ে কাজ করছিল। এ সময় মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দ্রুত সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাড্ডা বেড়াইদ তাদের স্থানীয় বাড়ি। বাবার নাম মো. জাহাঙ্গীর খান। তিনভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।