ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ৬ হাজার সুবিধাভোগীকে নিয়ে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
তেঁতুলিয়ায় ৬ হাজার সুবিধাভোগীকে নিয়ে মতবিনিময়

পঞ্চগড়: পঞ্চগড়ে প্রত্যন্ত গ্রামের সরকারি সুবিধাভোগী ছয় হাজার নারী-পুরুষকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলনসহ অনেকে

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৮৫৭ জন বয়স্ক ভাতা, ৪০৬ জন বিধবা ভাতা, ৯০ জন মাতৃত্বকালীন ভাতা, ৩৫১ জন প্রতিবন্ধী ভাতা, ১২৮০ জন ভিজিএফ কার্ডধারী, ৪১৯ জন ভিডব্লিউবি ভাতা, খাদ্যবান্ধব কর্মসূচির ১১১২ জন, টিসিবি ১৫৪২ জন ও ৭৯ জন ইজিপিপি ভাতাভোগীসহ মোট ছয় হাজার ৩১০ জন সুবিধাভোগী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।