ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ট্রাক-টমটম সংঘর্ষ, নিহত ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
পাথরঘাটায় ট্রাক-টমটম সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামে একজন নিহত হয়েছেন।  

বুধবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল জেলার মোড়লগঞ্জ উপজেলার বদনাভাঙ্গা এলাকার লোকমান হোসেনের ছেলে। তিনি পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে থাকতেন ও টমটমের সহযোগী হিসেবে কাজ করতেন।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে পাথরঘাটা থেকে টমটমযোগে মাছের খাল যাওয়ার পথে ঘটনাস্থলে মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত টমটমচালক পলাতক রয়েছেন তবে অপর সহযোগী ইমরান পুলিশ হেফাজতে রয়েছেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।