ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদরাসার সামনেই ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
রাজধানীতে মাদরাসার সামনেই ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক মাদরাসাছাত্র।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১২টার দিকে মোহাম্মদপুর বসিলা মাহমুদুল ফিকরিল ইসলামিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

 

আহত মাদরাসাছাত্রের নাম হাসান মোল্লা (২৪)। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে বাড়ি তার। বসিলা এক নম্বর রোডে মোহাম্মদপুর মাহাদুল ফিকরিল ইসলাম মাদরাসায় থেকে পড়ালেখা করেন তিনি।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

আহত হাসানের বড় ভাই আরিফ বিন জয় দিপু জানান, রাতে মাদরাসার সামনে হাঁটাহাঁটি করছিলেন হাসান। এসময় ৪ থেকে ৫ জন ছিনতাইকারী তার মোবাইলফোন ধরে টানাটানি করে। বাধা দেওয়ায় হাসানের মাথায় ডান পাশে, বাম হাতের কবজিতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে হাসানের ডাক-চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে মোবাইল ফোনটি নিতে পারেনি তারা।

ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা জানান, ছিনতাইয়ের কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এজেডএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।