ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান (২৩) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাটি ঘটেছে।

আব্দুর রহমান ময়মনসিংহের ফুলপুর থানার কাকরা এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন আব্দুর রহমান। কারখানার ছুটি শেষে একটি মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ময়মনসিংহ যাচ্ছিল তিনি। এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয়রা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।