ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে সহযোগিতার নামে ছিনতাই, গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
মিরপুরে সহযোগিতার নামে ছিনতাই, গ্রেপ্তার ১ মো. হৃদয় হোসেন ওরফে কালু

ঢাকা: রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে মো. হৃদয় হোসেন ওরফে কালু (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হৃদয় নির্জন কোনো স্থানে মানুষের কাছে অর্থ সহযোগিতা চায়, এরপর সুযোগ বুঝে ধারালো অস্ত্র ঠেকিয়ে সবকিছু ছিনিয়ে নেয়।

সোমবার (৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, গ্রেপ্তার হৃদয় একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে ২টি মামলা আছে। সে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। নির্জন কোনো স্থানে একা কোন ব্যক্তিকে দেখলে দাঁড় করায়। সে অসুস্থ, এতিম। তার ছেলের দুরারোগ্য ব্যাধি। এসব বলে আর্থিক সহযোগিতা চায়। এ সময় আশপাশে কেউ না থাকলে ছুরি বের করে ওই ব্যক্তির মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

তিনি আরও জানান, রোববার (৮ অক্টোবর) রাতে মিরপুর ১০ গোলচত্বর সংলগ্ন আল বারাকা রেস্টুরেন্টের সামনে একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধারের পর সেটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।