ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাকরাইলে এস এ পরিবহন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
কাকরাইলে এস এ পরিবহন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 

ঢাকা: রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের ৪ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৪৮ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (৯ অক্টোবর) বেলা ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।  

এর আগে, বেলা ১০ টা ১০ মিনিটে আগুন লাগে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায় নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসজেএ/এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।