ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মিলল স্রোতে ভেসে যাওয়া জেলের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
মিলল স্রোতে ভেসে যাওয়া জেলের মরদেহ প্রতীকী ছবি।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্রোতে ভেসে যাওয়া মোকসেদ আলী (৫৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারী বৃষ্টির সময় পুকুরের মাছ আটকাতে গিয়ে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেলে নিখোঁজ হন ওই জেলে।



শুক্রবার (০৬ অক্টোবর) রাতে তার মরদেহ মাছ ধরা জালে আটকা পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবায় ৯৯৯ নম্বরে কল দেন। ওই নম্বরে ফোনকল পেয়ে শনিবার (০৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহত জেলের বাড়ি দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে।  

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলে মোকসেদ আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবরে পেয়ে তার পরিবারের সদস্যরাও এসেছেন।  মরদেহের ময়নাতদন্ত করাতে চাইছেন না নিহতের পারিবার। তাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।  

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।