ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
বরিশালের হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বরিশাল জেলার বানারীপাড়া এলাকায় ইজিবাইক চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ইয়াসিনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) খিলগাঁওয়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩)-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান জানান, ভিকটিম সালাম বেপারী একজন ইজিবাইক চালক। গত ২৮ আগস্ট রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন এলাকায় চৌয়ারীপাড়ায় ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় আসামিরা রাস্তায় গাছ ফেলে গতিরোধের চেষ্টা করেন।

ভয় পেয়ে ভিকটিম ছালাম দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে লাঠি দিয়ে আঘাত করেন। ফলে ইজিবাইকের কাচ ভেঙে যায় এবং ছালাম তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। তখন আসামিরা ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ভিকটিমের ছেলে মো. সাব্বির বেপারী বাদি হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে ইয়াসিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।  

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩ 
পিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।