ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবা কারবার, ২ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবা কারবার, ২ রোহিঙ্গা আটক

ঢাকা: তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবা কারবারি ২ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাভারের নিউমার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটকরা হলেন- রফিক ওরফে কাজল হিজড়া (১৮) ও মামুনুর ওরফে পরিমনি হিজড়া (২৩)।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটক দুইজনই রোহিঙ্গা। তারা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে মিয়ানমার থেকে আনা ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

আটকরা তৃতীয় লিঙ্গের মতো স্পর্শকাতর ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইন শৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকার মাদক কারবারিদের ইয়াবা সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।