ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাতে নিখোঁজ, ভোরে মিলল কিশোরীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
রাতে নিখোঁজ, ভোরে মিলল কিশোরীর মরদেহ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোছা. ববিতা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ উঁচাই এলাকার ফাঁকা মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হয় সে।

ববিতা আক্তার উপজেলার দক্ষিণ উঁচাই এলাকার মামুনুর রশিদের মেয়ে।

নিহতের পরিবার জানায়, সোমবার রাতে খাবার খেয়ে ববিতাসহ তিন ভাই-বোন টিভি দেখছিল। এ সময় বিবিতা ঘুমাতে যায়। কিছুক্ষণ পরে তার বড় বোন ডাকতে গেলে তাকে আর ঘরে পাওয়া যায়নি।  

পরে বাড়ির আশপাশে পাড়া প্রতিবেশীসহ নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার ভোরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় তার লাশ দেখতে পেয়ে পরিবারকে জানায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।