ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
আগৈলঝাড়ায় মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় জাকির সরদার (৪৫) নামে মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কারাদণ্ড প্রাপ্তকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জাকির সরদার উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে।  

আদালত সূত্রে জানা গেছে, একাধিক মাদক মামলার আসামি ও মাদক কারবারি জাকির সরদারকে মাদক সেবনরত অবস্থায় সোমবার সকালে গ্রেপ্তার করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের আদালতে উপস্থিত করা হলে আদালতের বিচারক মাদকসেবী জাকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়জুল ইসলাম হাওলাদার, ইউএনও অফিসের পেশকার ছিদ্দিকুর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।