ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
সিলেটে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন জেসমিন আক্তার: ফাইল ফটো

সিলেট: সিলেট দেবরের ছুরিকাঘাটে জেসমিন আক্তার (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) গভীর রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর বৌবাজার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন বেগম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি মাছিমপুর বৌবাজার জাহাঙ্গির মিয়ার কলোনির বাসিন্দা।

গ্রেপ্তার শাহারুল আহম্মদ (২৪) সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া ইউনিয়নের কলাহাটি গ্রামের রাজা মিয়ার ছেলে। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরকীয়ার জেরে মামাতো দেবর শাহারুখ আহম্মদের সঙ্গে রাতে জেসমিন বেগমের স্বামীর ঝগড়া হয়। এ সময় শাহারুল জেসমিন বেগম ও তার স্বামী আরিফকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনার পর ৯৯৯-এ পাপন নামে এক ব্যক্তির মাধ্যমে ঘটনাটি জানতে পারি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।