ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে আর্সেনিক ও আয়রন মুক্তকরণ প্লান্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
মেহেরপুরে আর্সেনিক ও আয়রন মুক্তকরণ প্লান্ট উদ্বোধন

মেহেরপুর: মেহেরপুরে পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরণ প্লান্ট উদ্বোধন করা হয়েছে।  

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্লান্ট উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। এছাড়া পুলিশ সুপার রাফিউল আলম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আর্সেনিক এবং আয়রনমুক্ত পানি পান করে প্লান্টটি উদ্বোধন করেন।

বক্তারা বলেন, আর্সেনিক যুক্ত পানি পান করার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে সচেতন হয়ে আর্সেনিকমুক্ত পানি পান করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।